Breaking: SIR in West Bengal শুরু হলো! কি কি নথি রেডি রাখতে হবে দেখুন?

By Rohim Sk

Published on:

SIR in West Bengal

SIR in West Bengal Breaking:- ফাইনালি দিল্লিতে এবারে SIRএর ঘণ্টা বেজে গিয়েছে। আর এটা জানিয়েছে নির্বাচন কমিশন। SIR ( Special Intensive Revision ) মানে ভোটার নিবিড় সংশোধন এর কাজ দিল্লিতে শেষ হবার পরেই শুরু হবে পশ্চিমবঙ্গে। তবে চলুন এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানিয়ে দিয়ে যাক ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সারা ভারতবর্ষে চলছে SIR। আর এর আগেই জানানো হয়েছিল পশ্চিমবঙ্গে অল্প দিনের মধ্যে SIR( SIR in West Bengal ) চালু হবে । আর এটা অনেক আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে এবার ফাইনালি পশ্চিমবঙ্গে ( SIR in West Bengal ) চালু হচ্ছে SIR।

বিষয়বিবরণ
আজকের আপডেটSIR in West Bengal শুরু হলো! দিল্লির পরেই তালিকাতে পশ্চিমবঙ্গ
প্রক্রিয়াঅফলাইনে/Offline
শুরু হবেচলতি মাসে
বাংলায় কবেঅক্টোবর মানে দুর্গাপুজোর পরে থেকেই
ভোটার ভেরিফিকেশনবাধ্যতামূলক সবার জন্য

Ration Card Transfer মাত্র ১ মিনিটে ! বিবাহ সূত্রে রেশন কার্ড ট্রান্সফার করুন।

শুরু হলো দিল্লিতে SIR?

জানা গিয়েছে দিল্লিতে সর্বশেষ SIR হয়েছে বা ভোটার তালিকা নিবিড় সংশোধন এর কাজ সর্বশেষ হয়েছে 2002 সালে। এখানে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে জানান হয়েছে ওই তালিকায় নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, যদি না থাকে। তাহলে এনিউমরেশন ফর্ম জমা দেওয়ার সময়ে আপনাকে সঠিক ডকুমেন্ট দেখাতে হবে ।

তবে এখানে দিল্লি বাসীদের জন্য একটি সুখবর হচ্ছে। দিল্লির CEO অফিসিয়াল সাইট 2002 সালের পুরাতন ভোটার লিস্ট অলরেডি পাবলিক করা হয়েছে। আর ওই লিস্ট ডাউনলোড করে দেখে নিতে হবে যে নিজের অথবা নিজের পরিবার নাম আছে কি না ।

SIR বাংলায় কবে শুরু হবে – SIR in West Bengal?

এখানে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে দিল্লিতে কবে SIR এবং ভোটার ভেরিফিকেশন এর কাজ শুরু হবে। এই বিষয় নিয়ে এখনো নির্বাচন কমিশন কোনো তারিখ ঘোষণা করেনি। এর মানে দিল্লিতে SIR হবার কোনো তারিখ এখনো ঘোষণা হয়নি।

Krishak Bandhu Delete Farmer – কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে

তবে জানা গিয়েছে পূজোর পরে অর্থাৎ অক্টোবর মাস থেকে এই SIR বাংলাতে চালু হতে পারে বলে জানা গিয়েছে। মানে বলতে পারেন দূর্গা পূজোর পরে বাংলাতে ভোটার তালিকা নিবিড় সংশোধন এর কাজ শুরু হবে বলে মনে করছেন অনেকেই। তবে এখনো সঠিক কোনো তারিখ ঘোষণা হয়নি ।

SIR নিয়ে নির্বাচন কমিশন?

ইতিমধ্যে দিল্লিতে SIR নিয়ে জোরদার প্রস্তুতি চলছে। ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুধ লেভেল অফিসার ইতিমধ্যে নিয়োগের কাজ শুরু হয়ে গিয়েছে।

এছাড়া খবর মারফত জানা যাচ্ছে যে তাদেরকে ইতিমতো ট্রেনিং দেওযার কাজও শেষ হয়েছে বলে জানা গিয়েছে। তবে দিল্লিতে SIR শুরু হতে আর বেশি হাতে সময় নেই। খুব শিগ্রই দিল্লিতে SIR শুরু হবে। আর এর জন্য নিচের ডকুমেন্ট গুলো অবশ্যই রেডি করে রাখতে হবে ।

Shramshree Online Apply 2025! শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন

কি কি নথি লাগবে SIR -এ?

দেখুন বিহারে যখন SIR চলছিল। তখন যে সমস্ত ডকুমেন্ট গুলো চাওয়া হয়েছিল। সেগুলো নিচে দেওয়া হলো ।

১. সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীর পরিচয়পত্র প্রয়োজন হবে।

২. ১ জুলাই ১৯৮৭ সালের আগের সরকারি দেওয়া পরিচয়পত্র/সার্টিফিকেট/ডকুমেন্ট এর প্রয়োজন হবে।

৩. ব্যাঙ্ক, পোস্ট অফিস বা LIC-এর নথি

৪. জন্ম সনদপত্র (Birth Certificate)

৫. ভারতীয় পাসপোর্ট

৬. বোর্ড/বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সনদ (যেখানে জন্মসাল লেখা আছে) – যেমন মাধ্যমিকের সার্টিফিকেট

৭. স্থায়ী বাসিন্দার সনদপত্র (Permanent Residence Certificate)

৮. বন-অধিকার সনদ (Forest Right Certificate)

৯. জাতিগত সনদ (Caste Certificate)

১০. জাতীয় নাগরিকপঞ্জি (NRC) – যেখানে প্রযোজ্য

১১. পরিবারের রেজিস্টার (Family Register)

১২. জমি বা বাড়ির সরকারি নথি – দলিল, পরচা ইত্যাদি

SIR in West Bengal শুরু হলো! কি কি নথি রেডি রাখতে হবে দেখুন?

SIR in West Bengal Breaking:- ফাইনালি দিল্লিতে এবারে SIRএর ঘণ্টা বেজে গিয়েছে। আর এটা জানিয়েছে নির্বাচন কমিশন। SIR ( Special Intensive Revision ) মানে ভোটার নিবিড় সংশোধন এর কাজ দিল্লিতে শেষ হবার পরেই শুরু হবে পশ্চিমবঙ্গে।

Leave a Comment