Shramshree Scheme Apply: শ্রমশ্রী প্রকল্পে 5000 টাকা! একগুচ্ছ সুবিধা দেখুন

By Rohim Sk

Updated on:

Shramshree Scheme Apply

Shramshree Scheme Apply West Bengal: পশ্চিমবঙ্গে এমনও অনেক শ্রমিক রয়েছে । যারা নানা সময়ে রাজ্যের বাইরে কাজ করতে যান । আর এই কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে । আর এমত অবস্থায় রাজ্যে ফিরে কাজ করতে গিয়ে হিমসিম খেয়ে যাই ॥

আর এর জন্য রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার ওই সমস্ত শ্রমিকদের জন্য চালু করলেন নতুন “শ্রমশ্রী প্রকল্প ( WB Shramshree Scheme ) চালু করেছেন । এই প্রকল্পের মূল্য উদ্দেশ্যে হচ্ছে ভিন্ন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের সহায়তা করা ॥

Shramshree Scheme West Bengal : “শ্রমশ্রী” প্রকল্প

“শ্রমশ্রী” প্রকল্পের ( Shramshree Scheme) মূল উদ্দেশ্যে হলো । বাংলার পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা করা । যে সমস্ত পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখিন হয়ে পুনরায় রাজ্যে ফিরে এসেছে । সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের আর্থিক ভাবে সহায়তা দেওয়ার জন্য নতুন এই “শ্রমশ্রী প্রকল্প” ( Shramshree Scheme ) ॥

বিষয়তথ্য
প্রকল্পের নামশ্রমশ্রী প্রকল্প ( Shramshree Scheme )
ঘোষণা করেছেনপশ্চিমবঙ্গ সরকার
প্রকল্পের উদ্দেশ্যেভিন্ন রাজ্যে সমস্যায় পড়ে রাজ্যে ফিরা আসা শ্রমিকদের সহায়তা ।
সুযোগ ও সুবিধা৫০০০ টাকা, id card, অরো অন্যান্য সুবিধা ।
ঘোষণা সময়২০২৫ এর ১৭ই আগস্ট

Shramshree Scheme Apply: শ্রমশ্রী প্রকল্পে 5000 টাকা! একগুচ্ছ সুবিধা দেখুন

শ্রমশ্রী যোগ্যতা কি ?

যদি আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে চান । তাহলে বেশ কিছু শর্ত রয়েছে । তবে চলুন জেনে নেওয়া যাক শর্ত গুলো কি কি ॥

১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে !

২. ভিন্ন রাজ্যে কাজে গিয়ে সমস্যার কারনে যে সমস্ত শ্রমিকরা রাজ্যে ফিরে এসেছে । শুধুমাত্র তারাই এই প্রকল্পের সুবিধা পাবে ॥

৩. এই প্রকল্পে আবেদন এর জন্য নূন্যতম ১৮ বছর হতে হবে ॥

৪. অবশ্যই শ্রমশ্রী ( Shramshree Scheme ) পোর্টালে নাম নথিভুক্ত করাতে হবে ॥

শ্রমশ্রী – সুযোগ ও সুবিধা ?

সরকারি ঘোষণা অনুযায়ী এককালিন ৫০০০ টাকা । সাথে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা আছে ॥

১. মাসিক ভাতা পাবেন প্রতি মাসে যতদিন না নতুন কাজ পাওয়া যাবে ॥

২. পরিচয়পত্র এটি শ্রমশ্রী প্রকল্পের বিশেষ পরিচয়পত্র কার্ড

৩. শিক্ষার সু্যোগ

৪. সমাজিক সুরক্ষা

৫. স্বাস্থ্য সাথী এবং খাদ্য সাথীর মাধ্যমে সুবিধা ॥

শ্রমশ্রী আবেদন পদ্ধতি ?

এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার নতুন লঞ্চ করেছেন । আর সেই জন্য এখনও সরকারি ভাবে কোনো ওয়েব পোর্টাল লঞ্চ করা হয়নি । তবে যখন লঞ্চ করা হবে । তখন এই পোর্টালে নতুন রেজিস্টার নামে একটি অপশেন যুক্ত করা থাকবে । সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে ॥

এই রেজিস্ট্রেশন এর জন্য প্রয়োজন হবে বিভিন্ন রকম ডকুমেন্ট যেমন আধার, ভোটার কার্ড এর মতো ডকুমেন্ট সাথে পরিযায়ী শ্রমিক এর প্রমান করতে হবে । এছাড়াও আপনি সমস্যায় পড়ে রাজ্যে ফিরে এসেছেন সেটাও প্রমান করতে হতে পারে যেমন টিকিট ॥

Shramshree Scheme West Bengal : “শ্রমশ্রী” প্রকল্প

“শ্রমশ্রী” প্রকল্পের ( Shramshree Scheme) মূল উদ্দেশ্যে হলো । বাংলার পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা করা । যে সমস্ত পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখিন হয়ে পুনরায় রাজ্যে ফিরে এসেছে । সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের আর্থিক ভাবে সহায়তা দেওয়ার জন্য নতুন এই “শ্রমশ্রী প্রকল্প” ( Shramshree Scheme ) ॥

Leave a Comment