Shramshree Online Apply 2025 :- পশ্চিমবঙ্গের সরকার ১৮ই আগস্ট একটি প্রেস কনফারেন্স এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী নতুন প্রকল্প ( Shramshree Prokolpo ) চালু করেছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী এই কনফারেন্স এ জানিয়েছেন মাসিক ৫০০০ টাকা ভাতা দেওয়া হবে ॥
Table of Contents
তবে মুখ্যমন্ত্রীর চালু করা এই শ্রমশ্রী প্রকল্পে কীভাবে আবেদন করবেন ( Shramshree Online Apply ) । এছাড়াও এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং এই প্রকল্পের আবেদন করার জন্য অ্যাপ কোথায় পাবেন এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে আজকের প্রতিবেদনে ॥
বিষয় | বিবরণ |
---|---|
প্রকল্পের নাম | Shramshree Prokolpo |
আজকের প্রতিবেদন | Shramshree Online Apply 2025 (শ্রমশ্রী apply ) |
ঘোষণা তারিখ | ১৮ই আগস্ট ২০২৫ |
উদ্দেশ্যে | পরিযায়ী শ্রমিকদের সহায়তা |
বিশেষ সুবিধা | মাসিক ৫০০০/ সাথে আরো কিছু সুবিধা |
কত দিন পাবেন | ১২ মাস পর্যন্ত বা চাকরি পাওয়া পর্যন্ত |
Shramshree Prokolpo সুবিধা কি ?
আপনি যদি শ্রমশ্রী প্রকল্পের আবেদন করেন ( Shramshree Online Apply ) । তাহলে আপনি মাসিক ভাতা ৫০০০ টাকা পাবেন । তবে এই টাকা আপনারা ১২ মাস পর্যন্ত পাবেন অথবা আপনারা চাকরি পাওয়া পর্যন্ত । বিশেষ সুবিধা আপনারা পেয়ে যাবেন ॥
এমনকি আপনি খাদ্য সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী সহ আরো বেশ কিছু প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তার সাথে আপনারা কর্মশ্রী প্রকল্পেরও সুবিধা পাবেন বলে জানা গিয়েছে । এবার চলুন আবেদন কীভাবে করবেন জেনে নেওয়া যাক ॥
Shramshree Online Apply 2025 ?
এই শ্রমশ্রী প্রকল্পে (Shramshree Online Apply) আপনি যদি অনলাইন আবেদন করতে চান । তাহলে আপনাকে মোবাইল অ্যাপ এর মাধ্যমে আবেদন করতে হবে । এর জন্য মোবাইল অ্যাপ আপনারা মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিবেন ॥
Shramshree Prokolpo Online Registration ?
শ্রমশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন করতে চাইলে । আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে । রেজিস্টার করার পরে আপনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন । তাহলে চলুন প্রথমে রেজিস্ট্রেশন এর প্রক্রিয়া প্রথমে জেন নেওয়া যাক ॥
১. প্রথমে আপনি মোবাইল অ্যাপ ইনস্টল করার পরে ওপেন করবেন । এখানে নিচের দিকে দেখবেন Register অপশেন । এই Register অপশনে ক্লিক করবেন ॥
২. এর পরে আপনি সাইনআপ পেজে চলে আসবেন । এখন আপনি আপনার মোবাইল নম্বর বসিয়র দিবেন । এর পরে Generate OTP তে ক্লিক করবেন । এর পরে ওটিপি নিচের ঘরে বসিয়ে ভেরিফাই করে নিবেন ॥
৩. এবার নাম, আধার নম্বর, অভিভাবকের নাম গুলো বসিয়ে দিবেন এবং নিচে সাইনআপ বাটানে ক্লিক করবেন ॥
৪. তাহলে আপনি এখানে রেজিস্টার হয়ে যাবেন । এর পরে লগিন করে নিবেন ॥

Shram shree prakalpa apply online ?
১. এখন প্রথমে আপনি লগিন করে নিবেন । ওটিপি ভেরিফাই করে লগিন হয়ে গেলে আপনাকে নতুন পেজে নিয়ে যাবে ॥
২. এবার আপনাকে Personal Details বসিয়ে দিবেন । তবে রেজিস্টার করার সময় দেওয়া তথ্য এখানে আটোমিটিক নিয়ে নিবে ॥
৩. এই Personal Details এর মধ্যে নাম, ঠিকানা, অভিভাবকের নাম, মোবাইল নম্বর, রেশন কার্ড, সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে বসাতে হবে ॥
৪. এর পরে পরবর্তী পেজে যাবেন । এখানে আপনাকে Permanet Address বসাতে হবে । জেলা, মহাকুমা, ব্লক নাম, গ্রাম নাম সহ গুরুত্বপূর্ণ তথ্য গুলো ॥
৫. এর পরে আপনাকে Work Location Details সিলেট করতে হবে । এখানে A, B,C, D করে অনেক গুলো অপশেন দেওয়া থাকবে । আপনার ক্ষেত্রে যেটা হবে আপনাকে সেটাই সিলেট করতে হবে ॥
৬. এর পরে আপনাকে কর্মস্থলের বিবরন এর সম্পূর্ণ ঠিকানা দিতে হবে । এখানে দেশ, রাজ্য, জেলা, থানা, গ্রাম সহ সম্পূর্ণ ঠিকান ॥
৭. এছাড়াও কবে যাত্রার করেছেন, কবে যাত্রার শেষ করেছেন । এগুলোর তারিখ আপনাকে বসাতে হবে এমনকি সেখানের নামও আপনাকে এখানে উল্লেখ করতে হবে, এমনকি কিসের মাধ্যমে যাত্রার করেছেন সেটাও উল্লেখ করতে হবে ॥
৮. এর পরে আপনাকে type of work/job এর সম্পূর্ণ তথ্য দিতে হবে । মনে রাখবেন এখানে সমস্ত তথ্য গুলো ভালো করে দেখে শুনে বসাবেন । এর উপরে ভিক্তি করে আপনি টাকা পাবেন কিনা সেটা নির্ভর করে । ফর্ম সঠিক ভাবে ফিলাপ করবেন ॥
Shramshree Scheme Apply: শ্রমশ্রী প্রকল্পে 5000 টাকা! একগুচ্ছ সুবিধা দেখুন
৯. এর পরে আপনাকে Employed By – Self/Agent/Other Person এর বিস্তারিত বিবরণ আপনাকে দিতে হবে ॥
১০. এর পরে একটি Disclaimer দেখাবে । সেখানে টিক চিহ্ন দিয়ে পরবর্তী পেজে যাবেন ॥
১১. তবে পরবর্তী পেজে যাবার আগে আপনাকে এখানে Generate & Save Provisional Registration No এ ক্লিক করবেন । এর পরে পরবর্তী ধাপে যাবেন ॥
১২. এখন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর তথ্য দিতে হবে । এখানে অ্যাকাউন্ট এর সমস্ত তথ্য বসিয়ে দিবেন, এর সাথে আপনাকে নমিনি তথ্য দিতে হবে ॥
১৩. এবার আপনাকে পরিবারের সদস্য গুলোকে যুক্ত করতে হবে । একটি একটি করে যতো গুলো পরিবার এর সদস্য থাকবে । সব গুলোকে যুক্ত করতে হবে ॥
১৪. এখন আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে । তবে কি কি ডকুমেন্ট আপলোড করবেন । সেই ডকুমেন্ট লিস্ট নিচে দেওয়া হয়েছে ॥
১৫. এর পরে আপনারা সব কিছু করে নেবার পরে প্রিভিউ দেখাবে । সব কিছু এখানে দেখে নেবার পরে ফাইনাল সাবমিট করে দিবেন ॥
Document List Check
- Photo
- Aadhaar Card
- Bank Account
- Passport
- Voter Card
- Application Form
- RegDeed
Shramshree Online Apply 2025! শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন
Shramshree Online Apply 2025 :- পশ্চিমবঙ্গের সরকার ১৮ই আগস্ট একটি প্রেস কনফারেন্স এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী নতুন প্রকল্প ( Shramshree Prokolpo ) চালু করেছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী এই কনফারেন্স এ জানিয়েছেন মাসিক ৫০০০ টাকা ভাতা দেওয়া হবে ॥