Ration Card Transfer মাত্র ১ মিনিটে ! বিবাহ সূত্রে রেশন কার্ড ট্রান্সফার করুন।

By Rohim Sk

Updated on:

Ration Card Transfer

Ration Card Transfer After Marriage Online 2025:- এক তুড়িতে আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন । আপনি কিভাবে একটি বিবাহিত মহিলার রেশন কার্ড অনলাইনে ট্রান্সফার ( Ration Card Transfer After Marriage) করবেন । এছাড়াও রেশন কার্ড ট্রান্সফার করার জন্য কোনো ডকুমেন্ট লাগবে না ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডকুমেন্ট ছাড়াই আপনি খুব সহজে রেশন কার্ড অনলাইনে ট্রান্সফার করতে পারবেন । তবে এখন সরকার রেশন কার্ড এর ওয়েবসাইট অনেক টা পরিবর্তন করেছেন । তাই এই নতুন ওয়েবসাইট থেকে আপনি কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করবেন । সম্পূর্ণ অনলাইনে পদ্ধতি আজকের প্রতিবেদন এর মাধ্যমে জানানো হবে ।

বিষয়বিবরণ
আজকের আপডেটRation Card Transfer After Marriag – বিবাহিত মহিলার রেশন কার্ড অনলাইনে ট্রান্সফার ।
প্রক্রিয়াঅনলাইনে / Online
লাস্ট তারিখসারা জীবন ( শেষ নেই )
ফর্ম নাম্বারফর্ম ১৪/ Form 14
ডকুমেন্টশুধু আধার কার্ড/ Aadhaar Card

রেশন কার্ড ট্রান্সফার কেন করবেন?

রেশন কার্ড ট্রান্সফার মূলত কয়েকটি কারণে করা হয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে কোনো মহিলার যদি বিবাহ হয়। তাহলে সেক্ষেত্রে রেশন কার্ড ট্রান্সফার করতে হয়। রেশন কার্ডেটি ট্রান্সফার করে মহিলার স্বামীর বাড়ি নিয়ে যেতে হয় ।

Shramshree Online Apply 2025! শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন

কারণ বিবাহের আগে বাপের বাড়িতে থাকে ওই মহিলার সমস্ত রকমের ডকুমেন্ট। তার মধ্যে একটি হচ্ছে রেশন কার্ড। এখন এই রেশন কার্ড ট্রান্সফার করতে গিয়ে অনেকে হয়রানি হয়। আর সেই হয়রানির কথা ভেবে সরকার অনলাইনে রেশন কার্ড ট্রান্সফার ( Ration Card Transfer ) এর সুবিধা দিছেন ।

রেশন কার্ড ট্রান্সফার করতে কিছু ডকুমেন্ট লাগবে?/ Ration card transfer after marriage documents required

Ration card transfer after marriage documents required:– দেখুন যদি আপনি অফলাইনে রেশন কার্ড ট্রান্সফার ( Ration Card Transfer ) করার জন্য ফর্ম ফিলাপ করেন। তাহলে সেক্ষেত্রে কিছু ডকুমেন্ট এর প্রয়োজন হবে। আর যদি আপনি অনলাইন করতে চান। তাহলে এখন কোনো ডকুমেন্ট এর দরকার হবে না বা প্রয়োজন হবে না ।

এখন আপনি অনলাইন থেকে আধার ওটিপি দিয়ে খুব সহজে রেশন কার্ডটি ট্রান্সফার করতে পারবেন। এখন অনলাইন বিবাহ সূত্রে আপনি যদি রেশন কার্ড ট্রান্সফার ( Ration Card Transfer After Marriage ) করতে চান। তাহলে শুধু যে মহিলার ট্রান্সফার হবে সেই মহিলার এবং ওই মহিলার স্বামীর আধার কার্ডে মোবাইল লিংক থাকতে হবে বা বাধ্যতামূলক ।

Ration Card Transfer After Marriage/ সম্পূর্ণ অনলাইন পদ্ধতি?

১. প্রথমে আপনি রেশন কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন। এখানে সিটিজেন হোম এ ক্লিক করবেন।

২. এবার আপনি রেশন কার্ড অপসনে ক্লিক করবেন। এর পরে সার্ভিস থ্রু অফিস অপসনে ক্লিক করবেন ।

৩. এবার আপনি অনলাইন অপসনে ক্লিক করবেন। এর পরে আপনি যে মহিলার রেশন কার্ড ট্রান্সফার করতে চান। সেই মহিলার আধার নাম্বার বসিয়ে দিবেন।

৪. আধার নম্বর বসানো হলে নিচের ঘরে ঠিক দিয়ে দিবেন এবং সেন্ড ওটিপি তে ক্লিক করবেন।

৫. এখন আপনি ওটিপি বসিয়ে সাবমিট করে দিবেন। এখন রেশন কার্ড তথ্য দেখাবে। এগুলো দেখে নিয়ে yes অপসনে ক্লিক করবেন এবং নেক্সট বাটানে ক্লিক করবেন।

৬. এবার আপনি একদম নিচে চলে যাবে। অনলাইন সার্ভিস ফর্ম এ ক্লিক করে ১৪ নম্বর ফর্ম এর ওপরে ক্লিক করবেন।

৭. এখন ২বার নেক্সট এ ক্লিক করবেন। এর পরে যে ব্যাক্তিকে ট্রান্সফার করতে চান। তার নামের পাশের ঘরে ঠিক দিয়ে দিবেন আর নিচে সিলেট benificiary তে ক্লিক করবেন ।

Ration card transfer after marriage
Ration card transfer after marriage

৮. এখন আপনি যে মহিলাকে ট্রান্সফার করছেন। সেই মহিলার স্বামীর রেশন কার্ড নম্বর বসিয়ে দিবেন এবং নেক্সট বাটানে ক্লিক করবেন।

৯. এখন স্বামীর আধার কার্ড ভেরিফিকেশন করতে হবে। আপনি আধার ওটিপি দিয়ে আধার ভেরিফিকেশন করে নিবেন।

Krishak Bandhu Delete Farmer – কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে

১০. এর পরে আপনি নেক্সট বাটানে ক্লিক করবেন। এখন স্বামীর পরিবার সহ যে মহিলাকে ট্রান্সফার করছেন। এদের সবার প্রিভিউ দেখাবে। সব কিছু দেখে নেক্সটে ক্লিক করবেন।

১১. এখন সব কাজ শেষ হলো। আপনার সামনে sms চলে আসবে। এখন আপনাকে স্ট্যাটাস দেখতে হবে, যদিও বা কোনো প্রয়োজন হবে না। কারণ সাবমিট এর সাথে সাথে অপ্প্রভ হয়ে যাবে ।

ট্রান্সফার করা রেশন কার্ডের রেশন কবে থেকে পাবো?

আপনি যে রেশন কার্ড ট্রান্সফার করলেন। সেই রেশন কার্ডে পরের মাস থেকে রেশন পাবেন। কারণ স্বামীর পরিবারে সাথে সাথে যুক্ত হয়ে যাবে। কিন্তু সরকারি প্রোটাল,ডিলার এর মেশিনে আপডেট হতে টাইম লাগবে। তবে বেশির ভাগ সময়ে ১ মাসের মধ্যে রেশন পাওয়া শুরু করে গ্রাহকরা ।

Ration Card Transfer মাত্র ১ মিনিটে ! বিবাহ সূত্রে রেশন কার্ড ট্রান্সফার করুন।

Ration Card Transfer After Marriage Online 2025:- এক তুড়িতে আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন । আপনি কিভাবে একটি বিবাহিত মহিলার রেশন কার্ড অনলাইনে ট্রান্সফার ( Ration Card Transfer After Marriage) করবেন । এছাড়াও রেশন কার্ড ট্রান্সফার করার জন্য কোনো ডকুমেন্ট লাগবে না ।

Leave a Comment